
ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের মাধ্যমে ২২০ সুবিধাবঞ্চিত কর্মজীবী ও পথশিশুর মধ্যে শীতবস্ত্র প্যাকেজ উপহার প্রদান করা হয়েছে। শীতবস্ত্র প্যাকেজে প্রতিটি শিশুর জন্য উলের তৈরি একটি হুডি জ্যাকেট, একটি ট্রাউজার, মাথা ও কান সুরক্ষার শীতের টুপি পায়ের একজোড়া মোজা, তীব্র শীত সুরক্ষার একটি মোটা কম্বল, ত্বকের জন্য একটি ভ্যাসলিন, কোল্ড ক্রিম, রয়েছে। ডাম ইউকে ও দাতা সংস্থা রিড ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা ডাম শিক্ষা সেক্টরের ড্রপ-ইন সেন্টার ও নাইট শেল্টার প্রকল্পের আওতায় এই শীতবস্ত্র প্যাকেজ বিতরণ করা হয়েছে।
রাজধানীর কমলাপুর, টিটিপাড়া, কমলাপুর রেলওয়ে স্টেশন, রায়েরবাজার ও মোহাম্মাদপুর বেড়িবাঁধ এলাকার ২২০ জন শিশুর মধ্যে এই উপহার তুলে দেওয়া হয়। শিশুদের হাতে শীতবস্ত্র উপহার তুলে দিতে মোহাম্মাদপুর, কমলাপুর, টিটিপাড়া, কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান, ভাইস প্রেসিডেন্ট (ইন্সটিটিউট) প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (কর্মসূচি) ড. এসএম খলিলুর রহমান, নির্বাহী পরিচালক (কর্মসূচি) কেএম জাহিদুজ্জামান, শিক্ষা সেক্টরের জয়েন্ট ডিরেক্টর মো. মনিররুজ্জামান ও ড্রপ-ইন সেন্টার ও নাইট শেল্টার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নাসির উদ্দিন আহ্মেদ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিয়ে নিবেদিত হয়ে কাজ করছে ঢাকা আহ্ছানিয়া মিশন। অতিথিরা সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে সবাইকে আহ্বান জানান। শিশুরা শীত উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন। তারা তাদের বিভিন্ন সমস্যার কথা যেমন- হয়রানি, শারীরিক নির্যাতন, স্বাস্থ্যসেবা না পাওয়া, খাদ্যের অভাব তুলে ধরেন। একই সঙ্গে তাদের উপহার প্রদানের জন্য সবাইকে ধন্যবাদ প্রদান করেন। উল্লেখ্য যে, ঢাকা আহ্ছানিয়া মিশন শিক্ষা সেক্টরের ডিআইসি প্রকল্পের মাধ্যমে ঢাকায় ২২০ জন পথশিশুর মধ্যে এই শীতবস্ত্র প্যাকেজ উপহার প্রদান করা হয়।