
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। এ সময় শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন নতুন ক্যাম্পাসে শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে আধুনিক ও সময়োপযোগী উন্নত ল্যাব স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এতদাঞ্চলে উচ্চশিক্ষার ক্ষেত্রে কেকেবিএইউ শীঘ্রই একটি অবস্থান করে নিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ভর্তি মেলা আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান, ভর্তি কমিটির আহ্বায়ক ড. মো. মুঈন উদ্দিনসহ ভর্তি মেলা কমিটির সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (BBB), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ (অনার্স) ইন ইংলিশ ও ব্যাচেলর অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) চার বছর মেয়াদি অনার্স এবং এবং মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এক্সিকিউটিভ এমবিএ) মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি চলছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শতভাগ টিউশন ফি এবং মেলা উপলক্ষে ৬০ শতাংশ টিউশন ফি ছাড়ে ভর্তি হতে পারবেন। ১০ দিনব্যাপী এ মেলাটি শেষ হবে আগামী ১৭ জানুয়ারি। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি