ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আইএসইউতে শিক্ষা ও গবেষণা নিয়ে জাপান-বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়

আইএসইউতে শিক্ষা ও গবেষণা নিয়ে জাপান-বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-এর মহাখালী ক্যাম্পাসে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত হলো ‘দি আর্ট অব কোয়ালিটি টিচিং অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ ইন টেক্সটাইল’ শীর্ষক সেমিনার। উক্ত সেমিনারের মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপানের শিজুওকা ইউনিভার্সিটির শিক্ষক এবং সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. এমএ বারিক।

জাপানের শিক্ষকতা ও গবেষণালব্ধ অভিজ্ঞতা তুলে ধরে ড. বারিক বলেন, গবেষণার প্রতি প্রবল আগ্রহ থাকতে হবে। আর্থিকভাবে কতটুকু লাভবান হওয়া যাবে সেদিকে নয়, বরং পেশাগত উৎকর্ষ-সাধনের শিক্ষক মন্ডলীদের গবেষণায় গুরুত্ব দিতে হবে। বেসিক রিসার্চ এভয়েড করার কোনো উপায় নেই।

ভবিষ্যতে আইএসইউর শিক্ষকদের জাপানের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ লাভ কিংবা উচ্চতর ডিগ্রি অর্জনের আগ্রহ থাকলে, সে বিষয়ে আইএসইউর শিক্ষক মন্ডলীদের সর্বোচ্চ সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় তিনি ব্যক্ত করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত