ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়েছে, সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে নথি-নিরীক্ষা ও গোপন সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের পিতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেকের সহযোগিতায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দেশত্যাগ করার চেষ্টা করছেন। এতে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিদেশে পালিয়ে গেলে যাচাই/অনুসন্ধান কার্যক্রম বাধগ্রস্থ হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত