ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বনানীতে শ্রমিকদের সড়ক অবরোধ

বনানীতে শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর বনানী থানার চেয়ারম্যানবাড়ী মোড় সংলগ্ন মাসুদ অ্যাপারেলস্ লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশের অনুরোধে ১২টা ৫০ মিনিটে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জুম্মন খান এ তথ্য জানান তিনি বলেন, শ্রমিকরা অবরোধ করলে আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে তাদের সঙ্গে কথা বলেন। পরে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। এদিকে, সড়ক অবরোধের ফলে এই রুটে প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে ঘটনাস্থলে থাকা বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত