ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কেকেবিএইউতে রোবটিক্সের ওপর দিনব্যাপী কর্মশালা আজ

কেকেবিএইউতে রোবটিক্সের ওপর দিনব্যাপী কর্মশালা আজ

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে আজ শনিবার “From Bricks to Bots – LEGO Robotics Workshop” শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী কর্মশালার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সকাল ১০:৩০ মিনিটে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার এবং রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান। এ কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে থাকবেন খুলনা প্রকৗশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (KUET) এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হেলাল-আন-নাহিয়ান, কো-রিসোর্স পারসন হিসেবে থাকবেন ইঞ্জিনিয়ার মো. মাসরুল খান । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) ড. মো. মুঈন উদ্দিন। এ কর্মশালায় কেকেবিএইউসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত