ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্কের পূর্ত কাজের ১১১ কোটি টাকার ব্যয় অনুমোদন

বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্কের পূর্ত কাজের ১১১ কোটি টাকার ব্যয় অনুমোদন

মুন্সিগঞ্জের বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ড্রেন, গেট, গার্ডশেড ও অন্যান্য নির্মাণকাজ পেয়েছে বিডিই লিমিটেড-কোহিনুর এন্টারপ্রাইজ। এতে ব্যয় হবে ১১১ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা। গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মুন্সিগঞ্জ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পূর্ত-৫ প্যাকেজের (লট-২ ও ৪) ড্রেন, গেট, গার্ডশেড ও অন্যান্য নির্মাণ শীর্ষক পূর্তকাজের (টেন্ডার আইডি-১০৫৩৬৩৮) ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বিডিই লিমিটেড-কোহিনুর এন্টারপ্রাইজ জেভির কাছ থেকে এ সেবা নিতে ব্যয় হবে ১১১ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা। এদিকে বৈঠকে ‘২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টগুলোর জরুরি পুনর্বাসন ও পুনঃনির্মাণ’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-১৪ এর পূর্ত কাজের দরপত্র বাতিল করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত