বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বিডা শিল্প খাতে বিজিএমইএকে নীতিগত সহায়তা ও পরামর্শ প্রদান করবে। আজ তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও উদ্ভাবনী কার্যক্রমকে এগিয়ে নিতে গতকাল (রোববার) বিডা কার্যালয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একথা বলেন। তিনি বলেন, নীতিগত সহায়তা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি, এই খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বও জোরদার করা হবে। এসময়, বিডা চেয়ারম্যান গার্মেন্টস খাতকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেন। বজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈঠকে তৈরি পোশাক শিল্পে গ্যাস সরবরাহ, এলএনজি আমদানির মূল্য, বিদ্যুৎ সুবিধা, অবকাঠামো উন্নয়ন ও স্বল্পমূল্যের ব্যাংক ঋণ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।