মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও ফ্যান্টাসি কিংডমণ্ডএর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষর হয়। ফ্যান্টাসি কিংডম বাংলাদেশের অন্যতম সেরা থিম পার্ক। ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি কনকর্ড গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের অধিনে প্রতিষ্ঠিত ফ্যান্টাসি কিংডম সর্বোচ্চ মান, নিরাপত্তা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে। তাদের অন্যান্য প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে ওয়াটার কিংডম, ফয়স লেক রিসোর্ট এবং রিসোর্টস আটলান্টিস ইত্যাদি। মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ডিজিএম, মার্কেটিং উজ্জ্বল কুমার বসাক এবং মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আকতার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের আওতায় মিডল্যান্ড ব্যাংকের সব ভিসা ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, ফয়স লেক রিসোর্ট এবং রিসোর্টস আটলান্টিস-এ নিয়মিত প্যাকেজ মূল্যের উপর ফ্ল্যাট ২৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি