ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সততার সঙ্গে কাজ করলে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ভয় নেই

জানালেন চেয়ারম্যান
সততার সঙ্গে কাজ করলে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ভয় নেই

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, কর্মক্ষেত্রে সততাণ্ডদক্ষতা ও সচেষ্টতার সঙ্গে দায়িত্ব পালন করলে কোনো কর্মকর্তা-কর্মচারীদের কোনো ভয় নেই। গতকাল বুধবার এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমলাপুর কাস্টম হাউস আইসিডি, কমলাপুর পরিদর্শন শেষে মতবিনিময়কালে এনবিআর চেয়ারম্যান এমন মন্তব্য করেন।

এনবিআর চেয়ারম্যান আশ্বস্ত করেন, যেসব কর্মকর্তা-কর্মচারী সততাণ্ডদক্ষতা ও সচেষ্টতার সঙ্গে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করবেন তাদের কোনো ভয় নেই।

একইসঙ্গে দেশের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডার বিশেষ করে আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে এবং কাস্টম হাউস আইসিডি নিরবচ্ছিন্নভাবে বন্দরের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মো. আবদুর রহমান খান বলেন, কাস্টমস হাউসগুলো ট্রেড ফ্যাসিলিটেশনের কেন্দ্রবিন্দু। আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় পণ্য দ্রুত খালাসকরণের মাধ্যমে ব্যবসায়ীদের বাণিজ্য সহজীকরণের বিষয়ে নির্দেশনা দেন তিনি। এনবিআর চেয়ারম্যান কমলাপুর কাস্টম হাউসের কনটেইনার ইয়ার্ডে কাস্টমস কায়িক পরীক্ষণ কার্যক্রম, রফতানি কার্যক্রম এবং অ্যাসেসমেন্ট রুমে অটোমেটেড পদ্ধতিতে কাস্টমস অ্যাসেসমেন্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

অ্যাসেসমেন্ট রুমে বিভিন্ন শুল্কায়ন গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনে কোনো সীমাবদ্ধতা আছে কি না সে বিষয়ে জানতে চান। এ সময় তিনি ইন্টারনেট সার্ভার সমস্যার দ্রুত সমাধান করতে কাস্টমসের আইটি বিভাগকে নির্দেশনা দেন। সভায় আবদুর রহমান খান রাজস্ব আদায় কার্যক্রমসহ অন্যান্য দাপ্তরিক কার্যক্রম যেমন ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় দ্রুত পণ্য খালাসকরণ, নিবারণমূলক কার্যক্রম, আমদানি নীতি আদেশ প্রতিপালন, অটোমেশন, মামলা হ্রাসকরণসহ বকেয়া আদায় কার্যক্রমে মনোযোগ দিতে বলেন। একইসঙ্গে সিঅ্যান্ডএফ লাইসেন্সিং বিধিমালা আধুনিক ও যুগোপযোগী করা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে তিনি অনলাইনভিত্তিক ট্যাক্স প্রদান কার্যক্রম এ-চালানের মাধ্যমে জমা দেওয়ার প্রক্রিয়া উদ্বোধন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত