পতন থেকে বেরিয়ে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। টানা মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনের গতিও বাড়তে দেখা যাচ্ছে। গতকাল বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের সর্বোচ্চ লেনদেনের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ডিএসইর প্রধান মূল্যসূচক ৫০ পয়েন্টের ওপরে বেড়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেড়েছে সবকটি মূল্যসূচক। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখেয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এর মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে এখনো পর্যন্ত লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই মূল্যসূচক বাড়লো। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। লেনদেনের শেষ পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। মূল্যসূচকের বড় উত্থান দিয়েই দিনের লেনদেন শেষে হয়। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়লেও ছয়টি প্রতিষ্ঠান বড় ধরনের দাপট দেখিয়েছে। এ ছয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- রহিম টেক্সটাইল, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, সার্প ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, ফ্যামেলি টেক্স এবং রিজেন্ট টেক্সটাইল। এ ছয় প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে।