মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেও, বিনিয়োগকারীরা আশা করছেন সরকারগুলো শেষ পর্যন্ত চুক্তিতে পৌঁছাবে। এই আশাবাদ থেকেই গতকাল বৃহস্পতিবার এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। হংকং থেকে এএফপি জানায়, এপ্রিল মাসে ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ঠিক না হলে ‘লিবারেশন ডে’ থেকে নতুন শুল্ক কার্যকর হবে। পরে সময়সীমা বাড়িয়ে ১ আগস্ট করা হয়। এর মধ্যে ২০টিরও বেশি দেশ, যেমন জাপান ও দক্ষিণ কোরিয়া, নতুন শুল্কের নোটিশ পেয়েছে। কারও ওপর বেশি, আবার কারও ওপর কম। ট্রাম্প এ সপ্তাহে বলেছেন, তামার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন এবং ওষুধের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের কথা বিবেচনায় রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এই হুমকিগুলো আসলে চাপ তৈরির কৌশল মাত্র। বাস্তবিক শুল্ক আরোপ না করে দেশগুলো চুক্তির মাধ্যমে সমাধানে পৌঁছাবে। এই বিশ্বাস থেকেই বিনিয়োগকারীরা আতঙ্কিত না হয়ে বাজারে বিনিয়োগ বাড়াচ্ছেন।