ব্যাগ ও ফ্যাশন অ্যাকসেসরিজ উৎপাদন করতে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে চীন-ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি) কো. লিমিটেড। এজন্য ৪ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে তারা। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ইউনিফা অ্যাকসেসরিজ (বিডি) কো. লিমিটেডের মধ্যে গতকাল বৃহস্পতিবার ঢাকায় বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ইউনিফা এক্সেসরিজ (বিডি) কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান চিয়ান ড্যানচু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই বিদেশি প্রতিষ্ঠানটি প্রতি বছর দুই কোটি ৮০ লাখ পিস ব্যাগ, বেল্ট, ক্যাপ, হ্যাট, স্কার্ফ, মাফলার, আইওয়্যার ও চশমার ফ্রেমসহ বিভিন্ন ফ্যাশন পণ্য উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে দুই হাজার ৮৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান ইউনিফার এই বিনিয়োগকে স্বাগত জানান এবং বিশেষভাবে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি