‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে’ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে ও লিড ব্যাংক হিসেবে গাজীপুর ব্রাক সিডিএমএ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান। প্রধান অতিথি মো. মফিজুর রহমান খান চৌধুরী বক্তব্যে বলেন, ‘মানি লন্ডারিং প্রতিরোধে শুধু নীতিমালার প্রণয়ন যথেষ্ট নয়, এর কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। ব্যাংকারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি