ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মিডল্যান্ড ব্যাংক ও পিজ্জা হাটের মধ্যে সমঝোতা স্মারক

মিডল্যান্ড ব্যাংক ও পিজ্জা হাটের মধ্যে সমঝোতা স্মারক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) এবং পিজ্জা হাটের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক রেস্টুরেন্ট চেইন পিজ্জা হাট, পিজ্জা ও অন্যান্য খাবারের জন্য সুপরিচিত। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুম, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হয়। মিডল্যান্ড ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার জনাব মো. নাজমুল হুদা সরকার এবং পিজ্জা হাটের হেড অব মার্কেটিং জনাব ফারহান হাদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায়, প্রতিটি মিডল্যান্ড ব্যাংক কার্ডধারী একটি ফ্রি পিজ্জা কুপন উপহার হিসেবে পাবেন। প্রতিটি কুপন শুধুমাত্র একবার ব্যবহারযোগ্য এবং কমপক্ষে ৫০০ টাকার নিয়মিত মেনুর (আ-লা-কার্ট) কেনাকাটার ক্ষেত্রে দেশের যেকোনো পিজ্জা হাট আউটলেটে ব্যবহারযোগ্য। এই কুপন কেবল আ-লা-কার্ট মেনুর জন্য প্রযোজ্য এবং কোনো কম্বো মিল, ডিল বা অফারের জন্য ব্যবহারযোগ্য নয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত