ঢাকা সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

জনতা ব্যাংক পিএলসির ১৮তম বার্ষিক সাধারণ সভা গতকাল রোববার ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ২০২৪ সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের মোট আমানতের পরিমাণ ১ লক্ষ ৯ হাজার ৮১০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৯৫.৪৯ শতাংশ। ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১ লক্ষ ৪৭ হাজার ১৩৭ কোটি টাকা, এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৬.০৮ শতাংশ। আমদানি ও রপ্তানির পরিমাণ যথাক্রমে ৪৩ হাজার ৩২৫ কোটি টাকা ও ৮ হাজার ১৫৫ কোটি টাকা। ফরেন রেমিট্যান্স খাতে অর্জন ২০ হাজার ২৮৯ কোটি টাকা, যা রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ। এ সময়ে শ্রেণিকৃত ঋণ হতে ৩০৩ কোটি এবং অবলোপনকৃত ঋণ ৬৬ কোটি টাকা নগদ আদায় করা হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত