মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। একইসঙ্গে প্রায় ১৪ বছরের মধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে রুপার দর। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে গতকাল সোমবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৯টা ৫৭ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৬৭ দশমিক ৫১ ডলারে বিক্রি হতে দেখা গেছে, যা গত ২৩ জুনের পর স¦র্ণের সর্বোচ্চ দর। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৩৭৯ দশমিক ৩০ ডলারে বিক্রি হচ্ছে। অন্যদিকে স্পট সিলভারের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩৯ দশমিক ০২ ডলারে বিক্রি হতে দেখা গেছে, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। মূলত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপ এবং তার বাণিজ্য নীতির ঘিরে অনিশ্চয়তা বিশ্ববাজারকে কাঁপিয়ে দিয়েছে এবং বিশ্বের বৃহত্তম অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করেছে, যার ফলে বিনিয়োগকারীরা মার্কিন সম্পদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এরমধ্যেই গত শনিবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭টি দেশ এবং মেক্সিকোর পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।
ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের অবস্থান নিয়ে চলমান উদ্বেগ স্বর্ণকে সহায়তা দিচ্ছে এবং আমরা মনে করি স্বর্ণের দাম আরও কিছু সময় উচ্চ অবস্থানে থাকবে। শেয়ারবাজারের পতনের মাধ্যমে ঝুঁকি এড়ানোর প্রবণতা স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে। আগামী কয়েক মাসে স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলার পর্যন্ত উঠতে পারে।’