ঢাকা শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

এক্সিম ব্যাংক ও পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক

এক্সিম ব্যাংক ও পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক

সর্বজনীন পেনশন স্কিমগুলোর রেজিস্ট্রেশন ফিস ও মাসিক কিস্তি সংগ্রহের লক্ষ্যে এক্সিম ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। গতকাল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান। এই চুক্তি স্বাক্ষরের ফলে সর্বজনীন পেনশন স্কিমগুলোর রেজিস্ট্রেশন ফিস ও মাসিক কিস্তি এক্সিম ব্যাংকের সব শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং প্রবাসী বাংলাদেশিরা এক্সিম ব্যাংকের এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে জমা দিতে পারবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত