
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের বিআরটিএ অনুমোদিত ইলেকট্রিক বাইক সিরিজ তাকিওন-এ দিচ্ছে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। বর্তমানে বাজারে তাকিওন সিরিজের তাকিওন ১.০০ (৩৮ এএইচ), তাকিওন ১.০০ (২৬ এএইচ) এবং তাকিওন লিও (২৩ এএইচ) এই তিন মডেলের ই-বাইক পাওয়া যাচ্ছে। দেশজুড়ে সব ওয়ালটন প্লাজা অথবা অফিশিয়াল ডিলার আউটলেট থেকে ক্রয় করলে গ্রাহকরা পাচ্ছেন তাকিওন ১.০০ (৩৮ এএইচ) এবং তাকিওন ১.০০ (২৬ এএইচ) মডেলের ক্ষেত্রে সর্বনিম্ন ২,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত এবং তাকিওন লিও (২৩ এএইচ) মডেলের ক্ষেত্রে সর্বনিম্ন ২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই ক্যাশব্যাক অফারটি নগদে ক্রয়ের পাশাপাশি কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রে প্রথম মাসের কিস্তির সঙ্গে ক্যাশব্যাক সমন্বয় করা হবে। ই-বাইক ক্রয়ের পর গ্রাহক তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে নির্দিষ্ট ক্যাশব্যাকের পরিমাণ জানতে পারবেন। এরইমধ্যেই অসংখ্য ক্রেতা ক্যাশব্যাকের সুবিধা উপভোগ করেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি