ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালখালীর পানি কচু রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

বোয়ালখালীর পানি কচু রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকদের উৎপাদিত পানি কচু এখন দেশের চাহিদা মিটিয়ে পাড়ি জমাচ্ছে সৌদি আরব, কাতার ও আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। খেতে সুস্বাদু ও গলা চুলকানির ঝামেলা বিহীন হওয়ায় বিদেশী বাজারে এর চাহিদা বাড়চ্ছে তবে সরকার পরিবর্তনের পর রপ্তানি প্রক্রিয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ কৃষকদের।

সরেজমিন ঘুরে দেখা যায়, বোয়ালখালী উপজেলার পোপাদিয়া, আহলা কড়লডেঙ্গা, শ্রীপুর-খরণদ্বীপ, সারোয়াতলী, কধুরখীল ও আমুচিয়াসহ পৌর এলাকায় বিস্তীর্ণ জমিতে এ বছর ব্যাপকহারে পানি কচু চাষ করা হয়েছে। আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের আহলা গাজী পাড়া এলাকার কৃষক মো. নজরুল ইসলাম প্রতিবছরের ন্যয় এ বছরও প্রায় ১০ কানি জমিতে ‘পানি কচু’ চাষ করেছেন। নজরুল ইসলামের পানি কচু খেত দেখভাল করার জন্য নেত্রকোনা জেলার ৪ জন ও বোয়ালখালী উপজেলার ৬ জন কর্মচারী নিয়োজিত রয়েছে। কৃষক নজরুল ইসলাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে এ পযন্ত পানি কচু, কচুর ফুল ও কচুর লতি বিক্রয় করে এ পযন্ত ২-৩ লক্ষ টাকা আয় করেছেন।

আশ্বিন ও কার্তিক মাসে পানি কচু রোপণ করা হয়। কৃষকরা জানিয়েছেন বর্ষাকাল হওয়ায় জমিতে পর্যাপ্ত পানি থাকায় ফলন ভালো হয়েছে। সারা বছর পানি কচু থেকে ফসল পাওয়া যায়। খরচ কম তাই পানি কচু চাষে কৃষকদের দিন দিন আগ্রহ বাড়ছে। কৃষক নজরুল ইসলাম প্রায় ৮-১০ বছর যাবৎ পানি কচু চাষ করছেন। তিনি আক্ষেপ করে বলেছেন উপজেলা কৃষি অফিস থেকে কোন সহযোগিতা পাওয়া যায়নি। দিন দিন যেমন কৃষকদের মধ্যে পানি কচু চাষে আগ্রহ দেখা যাচ্ছে তেমনি শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রায় ৪০ হেক্টর জমিতে এবার পানি কচু চাষ হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত