ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গ্যাস সংকট নিরসনে জরুরি পদক্ষেপ চায় বিজিএমইএ

গ্যাস সংকট নিরসনে জরুরি পদক্ষেপ চায় বিজিএমইএ

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে চলমান গ্যাস সংকট নিরসন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ চেয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। গতকাল বুধবার সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। বৈঠকে বিজিএমইএ পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম ও এ.বি.এম. সামছুদ্দিন উপস্থিত ছিলেন। অন্যদিকে, জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন। বৈঠকে বিজিএমইএ সভাপতি জানান, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়া এবং পর্যাপ্ত চাপ বজায় না থাকার কারণে অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এতে রপ্তানি আয় হ্রাসের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি তৈরি পোশাক ও বস্ত্র শিল্পকে গ্যাস সংযোগ প্রদানে অগ্রাধিকার দেওয়া, যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত করা, আবেদনের তালিকা পৃথক করা, ছোট ও মাঝারি শিল্পকে অগ্রাধিকার দেওয়া এবং গ্যাস পাইপলাইনের শেষ প্রান্তের কারখানাগুলোতে ন্যূনতম চাপ নিশ্চিত করার মতো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মাহমুদ হাসান খান বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান ধরে রাখতে পোশাক শিল্পের পথ সুগম করা জরুরি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পোশাক শিল্প বেসরকারি খাতের সর্ববৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী সেক্টর। সরকার এ খাতকে অগ্রাধিকার দিচ্ছে এবং বিজিএমইএ সভাপতির উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত