ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন তিন কারখানা পেল পরিবেশবান্ধব লিড সনদ

নতুন তিন কারখানা পেল পরিবেশবান্ধব লিড সনদ

পরিবেশবান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে বাংলাদেশের আরও তিনটি তৈরি পোশাক কারখানা আন্তর্জাতিক স্বীকৃতি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে। পরিবেশবান্ধব উৎপাদন ও যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) নির্দেশনা অনুযায়ী ভবন নির্মাণের মাধ্যমে তাদের কাছ থেকে এই পরিবেশবান্ধব কারখানার সনদ অর্জন করেছে কারখানা তিনটি।

নতুন করে লিড সনদ অর্জন করেছে ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট ১, ঠিকানা : নোয়াপাড়া, সায়হামনগর, মাধবপুর, হবিগাঁ, হবিগঞ্জ, বাংলাদেশ, ৩৩৩৩। ৫৮ পয়েন্ট পেয়ে এটি সিলভার সনদ পেয়েছে। ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট ২, ঠিকানা : নোয়াপাড়া, সায়হামনগর, মাধবপুর, হবিগাঁ, হবিগঞ্জ, বাংলাদেশ, ৩৩৩৩। এটিও ৫৮ পয়েন্ট পেয়ে সিলভার সনদ অর্জন করেছে।

এছাড়া ফয়সাল স্পিনিং মিলস লিমিটেড ইউনিট ৩, ঠিকানা : নোয়াপাড়া, সায়হামনগর, মাধবপুর, হবিগাঁ, হবিগঞ্জ, বাংলাদেশ, ৩৩৩৩। এই কারখানাও ৫৮ পেয়েন্ট পেয়ে সিলভার সনদ লাখ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত