
আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের প্রতিটি উপজেলায় এক মেট্রিক টন করে আটা বিক্রি করা হবে। খাদ্য মন্ত্রণালয়ের স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে সাধারণ মানুষ নির্ধারিত বিক্রয় কেন্দ্র থেকে প্রতিদিন (সরকারি ছুটি ব্যতীত) প্রতি কেজি আটা ২৪ টাকায় কিনতে পারবে। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প আয়ের জনগোষ্ঠীকে সুলভমূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য তারা বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারাদেশের সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, জেলা সদর ও পৌরসভায় ভর্তুকি মূল্যে খাদ্যশস্য বিক্রির জন্য খোলা বাজার (ওএমএস) কার্যক্রম চলমান আছে। এরমধ্যে ১ সেপ্টেম্বর থেকে আটা বিক্রির কার্যক্রম শুরু হবে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প-আয়ের জনগোষ্ঠীর সুলভমূল্যে খাদ্য প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং স্বল্প আয়ের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে সিটি কর্পোরেশন, শ্রমঘন জেলা ও উপজেলা এবং জেলা সদরের পৌরসভাগুলোতে ওএমএস কার্যক্রম চলমান রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে আলাদাভাবে পরিচালিত আটা বিক্রির এ নতুন উদ্যোগ। বিশ্লেষকদের মতে, সরকারের এই উদ্যোগ কিছুটা হলেও সাধারণ মানুষের খাদ্য ব্যয় হ্রাসে সহায়ক হবে। তবে নিয়মিত মনিটরিং ও কার্যকর বিতরণব্যবস্থা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না বলে মনে করছেন তারা।