ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

ঢাকায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার উপাদান বিষয়ক (আইসিএফপি) ২০২৫ সম্মেলন শুরু হয়। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে আজ বুধবার পর্যন্ত। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি অব ফাইবার সায়েন্স। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশের সভাপতি এবং জাপানের শিজুওকা ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ড. এম এ বারিক বলেন, ‘বাংলাদেশের টেক্সটাইল ও পলিমার খাতকে বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তির সাথে সংযুক্ত করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশের বস্ত্রশিল্প দেশের অর্থনীতির প্রাণ। এ সম্মেলন শুধু নতুন গবেষণা নয়, বরং শিল্পখাতের জন্য নীতি-প্রস্তাবনা, আন্তর্জাতিক সহযোগিতা এবং উদ্ভাবনী পণ্য তৈরির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আরো জানান, এই সম্মেলনের মাধ্যমে দেশীয় গবেষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ের গবেষকদের সঙ্গে জ্ঞান বিনিময়ের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে টেক্সটাইল ও পলিমার শিল্পে নতুন গবেষণা, উদ্ভাবন ও সহযোগিতার দ্বার উন্মোচিত হবে। এছাড়া সম্মেলনে মূলত টেকসই বস্ত্র, পরিবেশবান্ধব তন্ত্র, ইলেকট্রনিক তন্ত্র, চিকিৎসাবিষয়ক বস্ত্র, ন্যানোতন্ত্র, পুনর্ব্যবহৃত তন্ত্র, মসলিন, জিওটেক্সটাইলস, কার্বন তন্ত্র, কাঁচের তন্ত্র, তন্ত্র কাটা বা স্পিনিং, তাঁত বা বয়ন, ভেজা প্রক্রিয়াকরণ, তন্ত্র তৈরির পলিমার, তন্তুর গঠন ও বৈশিষ্ট্য, তন্তু কম্পোজিটস, তন্ত্র উপাদান, তৈরি পোশাক (আরএমজি) ও শিল্প সম্পর্ক নিয়ে আলোচনা হবে। যার মধ্য দিয়ে বাংলাদেশের টেক্সটাইল ও পলিমার শিল্পে গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। সম্মেলনে বিভিন্ন প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত