ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ন্যাশনাল ব্যাংকের কার্ড বিজনেস সম্মেলন

ন্যাশনাল ব্যাংকের কার্ড বিজনেস সম্মেলন

ন্যাশনাল ব্যাংক পিএলসির উদ্যোগে গত ২৫ আগস্ট ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কার্ড বিজনেস সম্মেলন অনুষ্ঠিত হয়। সরাসরি ছাড়াও অনেক শাখা ব্যবস্থাপক ভার্চ্যুয়ালি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। আরও উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ; ব্রাঞ্চ অপারেশন্স ডিভিশনের প্রধান ও ইভিপি মো. রাজুনুর রশিদ; ঢাকা দক্ষিণের আঞ্চলিক ব্যবস্থাপক ও ইভিপি আশিষ কুমার লস্কর; ঢাকা উত্তরের আঞ্চলিক ব্যবস্থাপক ও এসভিপি এএসএম হেলাল উদ্দিন; এবং হেড অব কার্ডস (চলতি দায়িত্ব) ও ভিপি উজ্জ্বল কুমার পালসহ ঢাকা উত্তর ও দণি অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা। সম্মেলনে কার্ড ব্যবসা সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে সামগ্রীক কার্ড ব্যবসা পর্যালোচনা, গ্রাহকের প্রত্যাশা, ব্যবসা সম্প্রসারণের সুযোগ, কৌশলগত অংশীদারিত্ব এবং মার্কেট পেনিট্রেশনে উদ্ভাবনী উপায়গুলো তুলে ধরা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত