
এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের জন্য ‘লিডারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড টিম বিল্ডিং’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি ব্যাংকের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন রিশাদ হোসেন এবং লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের কনসালটেন্ট মো: আবদুর রহিম উপস্থিত ছিলেন। মোট ৩৭ জন বাছাইকৃত কর্মকর্তা যাদের আগামী সময়ে বিভিন্ন নেতৃত্বস্থানীয় দায়িত্ব দেওয়া হবে- এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি