
পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটাল (ডিএনএমআইএইচ) কে চল্লিশ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালের পরিচালক প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. ইফফাত আরার নিকট আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালের ডেপুটি ডিরেক্টর ডা. রেজাউল হক রনিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করে না, এর বাইরে সামাজিক দায়িত্ববোধও রয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি