
মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান নগদণ্ডএর সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক ও তার পরিবারের সদস্যসহ ১৩ জনের ব্যাংক হিসাব স্থগিত বা জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে চিঠি দিয়েছে।
অ্যাকাউন্ট জব্দের তালিকায় তানভীর মিশুকের বাবা মো. ওবায়েদুল্ল্যাহ পনির এবং মা নাহিদ আক্তারসহ আরও ১১ জন রয়েছেন। তারা হলেন- সাদাফ রোকসানা, রোকসানা কাশেম টুম্পা, মো. সাফায়েত আলম, মো. তাওফিকুর রহমান, মারুফুল ইসলাম ঝলক, মোহাম্মদ আমিনুল হক, ফকির বেদার উদ্দিন আহমেদ, তৈফুর রহমান, মুশফিকুর রহমান ফকির এবং তারেক হাসান সরদার।