ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে নগদের চুক্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে নগদের চুক্তি

দেশের শীর্ষস্থানীয় শরীয়াহ্ভিত্তিক আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদ এর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয় পক্ষই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে নগদণ্ডএ অর্থ স্থানান্তর এবং নগদণ্ডএর মাধ্যমে ব্যাংকের বিভিন্ন পেমেন্ট করতে পারবে। গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান এবং নগদ লিমিটেডের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম আবু জাফর এবং নগদ এর প্রধান বাণিজ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ শাহিন সারোয়ার ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিটিও (চলতি দায়িত্ব) মো. সোয়েব আহমেদ, ডিজিটাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, নগদের হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু এবং এনবিএফআই ইসতিয়াক আহমেদ শাওনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত