ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নবনিযুক্ত অফিসারদের ট্রেনিং

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নবনিযুক্ত অফিসারদের ট্রেনিং

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ট্রেনিং একাডেমীতে গত বুধবার ব্যাংকের নবনিযুক্ত ৫০ জন অফিসার (০৯ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এবং ৪১ জন প্রবেশনারি অফিসার)-এর জন্য ০২ দিনব্যাপী ইনডাকশন ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগ এবং ট্রেনিং একাডেমির প্রধান জনাব একেএম হাসান রহিম উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমির ফ্যাকাল্টি মেম্বার ড. মো. মাইন উদ্দিন উপস্থিত ছিলেন। নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত