
পূবালী ব্যাংক পিএলসি সম্প্রতি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (EECE) বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ‘MIST Mavirov’ জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, MIST -এর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (EECE) বিভাগের অধ্যাপক ক্যাপ্টেন দিদারুল ইসলামের নিকট আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা- মোহাম্মদ ইছা, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান এবং মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি