ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

১৩৪টি বিজ্ঞাপনী প্রচারণাকে সম্মাননা প্রদান করে ১৪তম কমওয়ার্ড অনুষ্ঠিত

১৩৪টি বিজ্ঞাপনী প্রচারণাকে সম্মাননা প্রদান করে ১৪তম কমওয়ার্ড অনুষ্ঠিত

১৩৪টি বিজ্ঞাপনী প্রচারণাকে ৩২টি ক্যাটেগরিতে সম্মাননা প্রদান করার মাধ্যমে রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে গত শনিবার অনুষ্ঠিত হয় ১৪তম কমওয়ার্ড: এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশন। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর সৌজন্যে এবং ওয়ালটন গ্রুপের সঞ্চালনায় এই বছরের কমওয়ার্ড আয়োজিত হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এই ফ্ল্যাগশিপ আয়োজনটি দেশের ক্রিয়েটিভ কমিউনিকেশন বা বিজ্ঞাপনী শিল্পের সবচেয়ে বড় উদ্যাপনগুলোর একটি হিসেবে পরিচিত।

এ বছর দুটি ক্যাম্পেইন গ্র্যান্ড প্রিক্স, আটটি গোল্ড, ৩৯টি সিলভার এবং ৮৫টি ব্রোঞ্জ পুরস্কার অর্জন করে। এই বছর সম্মাননাটির জন্য ৮৭টি এজেন্সি, ব্র্যান্ড ও সংগঠনের পক্ষ থেকে মোট ১৪১১টি মনোনয়ন জমা পড়ে। ১ জুন ২০২৪ থেকে ১৫ আগস্ট ২০২৫-এর মধ্যে বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন গুলো মনোনয়ন প্রদান করে।

গালা অনুষ্ঠানের উদ্বোধনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ক্রিয়েটিভ কমিউনিকেশন খাত আবারও প্রমাণ করেছে- পরিবর্তন, চ্যালেঞ্জ আর নতুন বাস্তবতার মধ্যেও আমাদের সৃজনশীলতা থেমে থাকে না। দেশের ব্র্যান্ডগুলো আজ নতুনভাবে ভাবছে এবং দর্শকের সঙ্গে নতুনভাবে কথা বলছে- কমওয়ার্ড সেই অগ্রগতিকেই উদ্যাপন করে।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত