ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসকের সঙ্গে গুলশান কর্পোরেট শাখার গ্রাহকদের মতবিনিময় সভা

গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসকের সঙ্গে গুলশান কর্পোরেট শাখার গ্রাহকদের মতবিনিময় সভা

গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মোকসুদুজ্জামান গতকাল রোববার গুলশান কর্পোরেট শাখা পরিদর্শন করেন। এসময় তিনি শাখার গ্রাহকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থ রক্ষা, তারল্য সংকট নিরসন এবং গ্রাহকদের আস্থা অর্জনে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি সবাইকে অবহিত করেন।

তিনি বলেন, গ্লোবাল ইসলামী ব্যাংক দেশের পাঁচটি ব্যাংকের সমন্বয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর অংশ হতে যাচ্ছে এবং ব্যাংকের বর্তমান সব গ্রাহক এই নতুন ব্যাংকের গ্রাহকে পরিণত হবেন। এ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বার্তা গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। তিনি আরও উল্লেখ করেন শিগগিরই সব পর্যায়ে গ্রাহকদের আমানত ফেরত প্রদানের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা সবাইকে অবহিত করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তিনি সবাইকে ব্যাংকের ওপর আস্থা রাখার আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত