ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শেখ হাসিনার সেই কোটিপতি পিয়নের স্ত্রীর আয়কর নথি জব্দ

শেখ হাসিনার সেই কোটিপতি পিয়নের স্ত্রীর আয়কর নথি জব্দ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। দুদকের আবেদনে বলা হয়েছে, গৃহিণী হওয়া সত্ত্বেও কামরুন নাহার তার স্বামী জাহাঙ্গীর আলমের সহায়তায় দুটি ব্যাংকের চারটি শাখায় ৭টি হিসাব খোলা এবং এতে পাঁচ কোটি ছিয়ানব্বই লাখ টাকা জমা-ক্রেডিট করার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

দুদক অভিযোগ করেছে, এই অর্থ উত্তোলন বা স্থানান্তরের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, আসামির ২০১৩-১৪ কর বর্ষ থেকে ২০২৩-২৪ কর বর্ষ পর্যন্ত মূল আয়কর নথি, স্থায়ী ও বিবিধ অংশসহ প্রয়োজনীয় রেকর্ড জব্দ করে পর্যালোচনা করতে হবে। নথি ঢাকার কর অঞ্চল-৫ এর সার্কেল-১০৩-এ সংরক্ষিত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত