
সমাজের সর্বস্তরের মানুষের নিকট আধুনিক প্রযুুক্তি নির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গতকাল রাজধানী ঢাকার বনানী-১১ নম্বর রোডে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৪২তম শাখা হিসেবে এয়ারপোর্ট রোড শাখার উদ্বোধন করা হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, পরিচালক খন্দকার শাকিব আহমেদ ও ফকির মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এমএম সাইফুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার, সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ, ঢাকা মেইন শাখার ব্যবস্থাপক মো. আশরাফুল আজীম, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক এফএম নেওয়াজ আলী, মহাখালী শাখার ব্যবস্থাপক মাহমুদুল শামীম তালুকদার, বনানী শাখার ব্যবস্থাপক একেএম ইকবাল, কর্পোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা এবং পাশর্^বর্তী শাখাসমূহের ব্যবস্থাপকসহ ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কেএম হারুনুর রশীদ। তাছাড়া গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মধ্য থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ওয়েন আইটি বাংলাদেশের সিইও আজহারুল ইসলাম (রওনক)। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক গ্রাহকদের সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি