ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খেলাপি ঋণ অবলোপনের শর্ত শিথিল

খেলাপি ঋণ অবলোপনের শর্ত শিথিল

বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ অবলোপনের সময়সীমার নিয়ম তুলে দিয়েছে। এখন থেকে কোনো ঋণ যদি ‘মন্দ’ বা ‘ক্ষতিজনক’ শ্রেণিতে পড়ে, তাহলে সঙ্গেসঙ্গেই তা হিসাব থেকে বাদ দেওয়া যাবে। গতকাল বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বহুদিন ধরে ঝুলে থাকা পুরোনো শ্রেণিকৃত ঋণগুলোকে অবলোপনে অগ্রাধিকার দিতে হবে। তবে অবলোপনের আগে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে কমপক্ষে ১০ কর্মদিবস আগে নোটিশ দিয়ে বিষয়টি জানানো বাধ্যতামূলক। নিয়ন্ত্রক সংস্থার মতে, এই পদক্ষেপে ব্যাংকগুলোর আর্থিক হিসাব আরও বাস্তবসম্মত হবে এবং দীর্ঘমেয়াদি ঝুঁকি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে। নতুন নির্দেশনার ফলে আগের শর্ত- যে কোনো ঋণকে টানা দুই বছর মন্দ বা ক্ষতিজনক অবস্থায় থাকতে হবে, তবেই অবলোপন করা যাবে- এই বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। নির্দেশনা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে। ব্যাংক যে ঋণ বিতরণ করে তার বেশির ভাগই আসে আমানতকারীদের অর্থ থেকে। তাই তাদের অর্থ যেন ঝুঁকির মুখে না পড়ে, সে জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নিয়মণ্ডকানুন প্রয়োগ করে থাকে। এর একটি হলো প্রভিশন সংরক্ষণ। নিয়ম অনুযায়ী, নিয়মিত ঋণের বিপরীতে দশমিক ২৫ থেকে ৫ শতাংশ পর্যন্ত, নিম্নমানের ঋণের ক্ষেত্রে ২০ শতাংশ, সন্দেহজনক ঋণের জন্য ৫০ শতাংশ এবং মন্দ ঋণের ক্ষেত্রে ১০০ শতাংশ প্রভিশন রাখতে হয়। এই প্রভিশনের অর্থ ব্যাংককে তাদের আয় খাত থেকেই জোগান দিতে হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত