
মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ক্যারিয়ার গাইডেন্স প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস এর যৌথ আয়োজনে গত ১৭ নভেম্বর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ডিএমকে লেকচার গ্যালারিতে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে এর সম্মানিত উপাচার্য প্রফেসর এম তামিম, এবং মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান যিনি আর্থিক সচেতনতা বিষয়ক একটি তথ্যবহুল উপস্থাপনা দেন। সেমিনারে বিশ্ববিদ্যালয় এবং ব্যাংকের আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি