
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল), দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট অপারেটর এবং স্টারলিংকের অথরাইজড রিসেলার হিসেবে গ্রামীণফোনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। যার মাধ্যমে গ্রামীণফোনের বি-টু-বি (ই২ই) ও কর্পোরেট গ্রাহকদের স্টারলিংকের পরবর্তী প্রজন্মের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেটসেবা প্রদান করবে বিএসসিএল। সম্প্রতি জিপিহাউসের বোর্ডরুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিএসসিএলের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন ও প্রকিউরমেন্ট) মো. গোলাম সারোয়ার এবং জেনারেল ম্যানেজার (সেলস ও মার্কেটিং) শাহ আহমেদুল কবির উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি