
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পূবালী ব্যাংক পিএলসির মধ্যে Co-Branded Card শীর্ষক এক সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। চুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সই করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পূবালী ব্যাংকের পক্ষে সই করেন ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব কার্ড বিজনেস এনএম ফিরোজ আলম। এই চুক্তির মাধ্যমে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপকৃত হবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, জগন্নাথ হলের প্রভোস্ট দেবাশীষ পাল এবং উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি