ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

এশিয়ান কাপ বাছাই

প্রাথমিক দল থেকে আটজন বাদ

প্রাথমিক দল থেকে আটজন বাদ

ভারতের বিপক্ষে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাই সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ। এ উপলক্ষে গত ৯ ফেব্রুয়ারি ৩৮ জনের প্রাথমিক দল দেন হাভিয়ের কাবরেরা। দলের কলেবর ছোট করে এনেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ। বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার ইয়াসিন খান। এছাড়া সাকিব আল হাসান, মুরাদ হাসান, মেহেদী হাসান, জাহিদ হাসান শান্ত, রাব্বি হোসেন রাহুল ও রফিকুল ইসলামের ঠাঁই হয়নি দলে। স্বাভাবিকভাবেই ৩০ জনের দলে আছেন শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা বাংলাদেশী বংশোদ্ভূত হামজা চৌধুরী। আছেন, সেরি আ-ডিতে খেলা ফাহামেদুল ইসলামও। আগামী ২৫ মার্চ শিলংয়ে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এর আগে নিবিড় প্রস্তুতি নিতে সৌদি আরবে ক্যাম্প করবে দল। প্রাথমিক দলে জায়গা পাওয়াদের মধ্যে হামজা ও ফাহামেদুল ছাড়া বাকি ২৮ জনকে আগামীকাল শুক্রবারের মধ্যে টিম ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ প্রাথমিক দল : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত