ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

সিরাজগঞ্জে শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় জাহানারা উচ্ছ বিদ্যালয় ৭ উইকেটে বহুমুখী উচ্ছ বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫০ ওভারের খেলায় জাহানারা উচ্চ বিদ্যালয় টসে জয় লাভ করে বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ব্যাটিং এ আমন্ত্রণ জানায়। বহুমুখী উচ্চ বিদ্যালয় ২৭ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে। জবাবে জাহানারা উচ্চ বিদ্যালয় ১৬ ওভার ৩ বল মোকাবিলা করে ৩ উইকেটের বিনিময়ে ১০৪ রান করে বিজয় লাভ করে।

এ খেলা পরিচালনা করেন বিসিবি আম্পায়ার আব্দুল্লাহ আল মামুন ও আপেল মাহমুদ। ফাইনাল খেলা শেষে উভয় দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে টফি বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব নুরে এলাহীর সভাপতিত্বে এ পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ক্রীড়া সংস্থার সচিব রেজাউল করিম, প্রধান শিক্ষক সানোয়ার হোসেন, জহুরুল ইসলাম, শ্রীমতি নন্দিতা দাস, অধ্যাপক আব্দুল মমিন সরকার, আল আমিন সেখ, আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত