ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

আজ রিংয়ে নামবেন প্রবাসী বক্সার জিনাত

আজ রিংয়ে নামবেন প্রবাসী বক্সার জিনাত

ক্যারিয়ারে আরেকটি টুর্নামেন্টে খেলতে রিংয়ে নামছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। পর্তুগালে আজ থেকে শুরু হচ্ছে ব্র্যাগা ওপেন বক্সিং আন্তর্জাতিক টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে এরইমধ্যে কোচ কলিন স্টিফেন মরগ্যানকে সঙ্গে নিয়ে পতুর্গালে গেছেন জিনাত। আর প্যারিস থেকে গেছেন দলের ম্যানেজার মাহাদী হাসান খান। এই টুর্নামেন্টে জিনাতের স্বর্ণপদক জেতার সম্ভাবনা রয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান। তার কথা, ‘জিনাত এখন বেশ পরিপক্ক। বেশ ক’টি আন্তর্জাতিক আসরেও খেলেছে। এশিয়ান গেমসেও খেলেছে। আশাকরি এই টুর্নামেন্ট থেকে সে দেশের জন্য স্বর্ণপদক এনে দিবে।’ এর আগে জিনাত নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিংয়ে স্বর্ণ, পোল্যান্ড ওমেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। এছাড় এশিয়ান এলিট ওমেন চ্যাম্পিয়নশিপেরও খেলেছেন তিনি। জানা গেছে, আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানের অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসেও বাংলাদেশের হয়ে রিংয়ে পদকের জন্য লড়বেন জিনাত ফেরদৌস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত