বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাভার কেন্দ্র থেকে এবার ১২৮ জন ক্রীড়াবিদ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ১২৮ জনের মধ্যে ১০৭ জন পাস করেছেন। ২১ জন অকৃতকার্য হয়েছেন। বিকেএসপি ক্যাডেটরা খেলার পাশাপাশি পড়াশোনাতেও কৃত্তিত্বের স্বাক্ষর রাখছেন। ১০৭ জন কৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-ফাইভ (এ প্লাস) পেয়েছেন। বিকেএসপি থেকে জিপিএ-ফাইভ প্রাপ্তরা হলেন, টেবিল টেনিসের নুসরাত জান্নাত সিগমা, জুডোর সুদীপ্ত রায় মম, তায়কোয়ান্ডোর হৃদয় আহমেদ ও কাবাডির লিপন মজুমদার বিলিয়ন।