ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ফের চোটের কবলে নেইমার

ফের চোটের কবলে নেইমার

দুঃসময় কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। এক বছরের বেশি সময় পর ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন, অপেক্ষায় ছিলেন জাতীয় দলের চেনা হলুদ জার্সি পরে নামার। তবে নেইমারের সেই অপেক্ষা আরও বাড়ছে। বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। তার বদলে দলে নেয়া হয়েছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এন্দ্রিককে। কারণটা সেই একই- আবার চোটে পড়েছেন তিনি! ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার।

এরপর লম্বা সময়ের জন্য ছিটকে যান। চোট থেকে সেরে উঠে সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়।

নেইমার ফিরে আসেন ছোটবেলার ক্লাব সান্তোসে। সেখানে এসে প্রথম ৭ ম্যাচে ৩ গোল, ৩ অ্যাসিস্টে ফেরেন জাতীয় দলে। কিন্তু বিপত্তি বাধে ২ মার্চে ম্যাচের সময় পাওয়া চোট। ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে নেইমারের পায়ে টান পড়ে। এতে করে তাকে নিয়ে আর ঝুঁকি নিতে রাজী হয়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত