ঢাকা বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

পিএসএলে এনওসি পাচ্ছেন লিটন-নাহিদ

পিএসএলে এনওসি পাচ্ছেন লিটন-নাহিদ

পাকিস্তান সুপার লিগে দল পেলেও তিন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে দুজনের লিগটিতে খেলা নিয়ে শঙ্কা ছিল। বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পাবেন কিনা সেই প্রশ্ন ছিল। কিন্তু তা কেটে যাচ্ছে। জিম্বাবুয়ে সিরিজে নয়, পিএসএলে খেলার ছাড়পত্র পাবেন তিন ক্রিকেটার। সোমবার বিসিবির সভা ডাকা হয়েছে। ওই সভাতেই তিন ক্রিকেটারের এনওসির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে। তবে সেই সিদ্ধান্ত ইতিবাচকই হবে। আগামী ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে পিএসএল। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু ২০ এপ্রিল থেকে। রিশাদ হোসেনের এই সিরিজে খেলার বাধ্যবাধকতা নেই। তাই লাহোর কালান্দারসে ডাক পাওয়া লেগ স্পিনারের পিএসএল খেলা নিয়ে সংশয় নেই। রিশাদ পুরো আসর খেলার ছাড়পত্র পাবেন। সংশয় ছিল টেস্ট দলের নিয়মিত সদস্য লিটন দাস ও নাহিদ রানাকে নিয়ে। নাহিদ ও লিটনের ক্ষেত্রে এনওসির ব্যাপারে অন্যরকম সিদ্ধান্ত নেয়া হতে পারে। রিশাদের মতো পুরো আসর না পেলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একটি ম্যাচ খেলে বা দুই টেস্ট এক বা দুই টেস্ট খেলে তারা যোগ দেবেন পিএসএলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত