ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বার্সেলোনা

শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বার্সেলোনা

কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকও বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে রক্ষা করতে পারেনি। মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোতে দুই গোলে পিছিয়ে থেকেও ৪-৩ গোলে জয়ী হয়ে লা লিগার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে কাতালান জায়ান্টরা। ফরাসি স্ট্রাইকার এমবাপ্পের প্রথম দুই গোলে মাদ্রিদ বার্সেলোনার মাঠে শুরুতেই ২-০ গোলে লিড নিয়েছিল। কিন্তু রাফিনহার জোড়া গোলের সঙ্গে লামিন ইয়ামাল ও এরিক গার্সিয়ার গোলে বার্সেলোনা সাত পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে। মৌসুম শেষ হতে আর মাত্র তিন ম্যাচ বাকি। ইন্টার মিলানের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে হান্সি ফ্লিকের দল। মাদ্রিদের কাছে কাল পরাজিত হলে লিগ শিরোপা নিয়েও শঙ্কা দেখা দিতো। কিন্তু এমবাপ্পের অসাধারণ পারফরমেন্স সত্তেও মাদ্রিদকে শেষ পর্যন্ত জিততে দেয়নি বার্সা। এ মৌসুমে চারটি ক্লাসিকোতেই কার্লো আনচেলত্তির দলের উপর বার্সেলোনা আধিপত্য দেখিয়ে জয়ী হয়েছে।

ম্যাচ শেষে ইয়ামাল বলেন, ‘আমরা পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করেছি। চ্যাম্পিয়ন্স লিগে পরাজয়ের পর এই জয়টা জরুরি ছিল। সমর্থকরাও এতে খুশি হয়েছে। এখন মুহূর্তটা উপভোগের সময়। লিগ শিরোপা কাছাকাছি যাবার জন্য আজকের জয়টা গুরুত্বপূর্ণ। আমরা সবাই দারুণ খুশি।’ বড় কোনো শিরোপা ছাড়াই এবারের মৌসুম শেষ করতে হচ্ছে মাদ্রিদকে। ম্যাচ শেষে মাদ্রিদ বস আনচেলত্তি বলেছেন, ‘আমাদের আরো ভালভাবে প্রতিরোধ করা উচিৎ ছিল। এই পরাজয় মেনে নেয়া যায় না। এমবাপ্পে দারুণ খেলেছে, আক্রমনভাগ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।’ আনচেলত্তির অধীনে এটাই রিয়ালের শেষ ক্লাসিকো। বার্সেলোনার গোলরক্ষক ওজিচে সিজিসনি এমবাপ্পেকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত