এক বছর পর ফের জাতীয় চ্যাম্পিয়নশিপের কোর্টে নামতে যাচ্ছেন শাটলাররা। ১৪-১৯ জুলাই শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেলা। জাতীয় এই টুর্নামেন্টে পাঁচটি ইভেন্টে শ্রেষ্ঠত্বের জন্য লড়বেন দেশসেরা শাটলাররা।
ইভেন্টগুলো হলো- পুরুষ ও নারী একক এবং দ্বৈত ও মিশ্র দ্বৈত। আগ্রহী খেলোয়াড়দের ৬ জুলাইয়ের মধ্যে ফেডারেশনে নাম নিবন্ধন করতে বলা হয়েছে। পুরুষ ও নারী এককে এক হাজার, দ্বৈত ও মিশ্র দ্বৈতে দেড় হাজার টাকা করে নিবন্ধণ ফি নির্ধারণ করা হয়েছে। তবে শাটলারদের জন্য ঘরোয়া আসরের ইতিহাসে সেরা প্রাইজমানি রাখছেন নতুন কমিটির কর্মকর্তারা। ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমনের কথা, ‘আমরা ব্যাডমিন্টনের ইতিহাসে ১০ লাখ টাকা প্রাইজমানি দিচ্ছি এবার। যাতে শাটলাররা অনুপ্রাণিত হতে পারে।’