ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মেয়েদের সাফ কিংস অ্যারেনায়

মেয়েদের সাফ কিংস অ্যারেনায়

দীর্ঘ ৫৫ মাস পর বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। তবে হোম অব ফুটবলে নয়, সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, সাফ-২০ নারী টুর্নামেন্ট কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে। জাতীয় স্টেডিয়ামে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল হলেও মাঠের ঘাস নিয়ে পুনরায় কাজ হবে, এজন্য কিংস অ্যারেনায় নারী টুর্নামেন্ট আয়োজন হবে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী হোম ম্যাচ ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে।

বাফুফের পরিকল্পনা ছিল হংকং ম্যাচটি চট্টগ্রামে আয়োজন করার। তবে নিরাপত্তা, টিকিট বিক্রি ও নানা বিষয় বিবেচনা করে সেই ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামেই করতে চায় বাফুফে। বিদেশি বিশেষজ্ঞ এনে ঘাসের কাজ করাতে ২-৩ মাস সময় প্রয়োজন। তাই জুলাইয়ে নারী টুর্নামেন্ট জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে কিংস অ্যারেনায় করবে বাফুফে। কিংস অ্যারেনায় বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দুই দলই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে একাধিকবার। জাতীয় পুরুষ ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচও কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে। ১১-২২ জুলাই টুর্নামেন্টের সময়সূচি। ভারতীয় নারী দল বয়সভিত্তিক টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ করে। সাফ অ-২০ নারী টুর্নামেন্টে ভারত এবার খেলবে না। সাফ সূত্রে জানা গেছে, ভারত আনুষ্ঠানিকভাবে সাফকে না খেলার বিষয়ে অবহিত করেছে। ফলে এখন স্বাগতিক বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও ভুটান চার দেশ নিয়েই হবে টুর্নামেন্ট। ভারত টুর্নামেন্ট থেকে সরে যাওয়ায় টুর্নামেন্টের ফরম্যাট এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত