ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পাঁচ ধাপ এগোলেন আফঈদারা

পাঁচ ধাপ এগোলেন আফঈদারা

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্ব শুরুর ঠিক আগে সুখবর পেয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। ফিফা নারী ফুটবল র‍্যাংকিংয়ে পাঁচধাপ এগিয়েছে তারা। তাতে টুর্নামেন্ট শুরুর আগে দারুণ আত্মবিশ্বাস অর্জন করেছে দলটি। সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী তারা ১২৮তম স্থানে রয়েছে বাংলাদেশের মেয়েরা। গতকাল বৃহস্পতিবার ফিফার প্রকাশিত র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই তাদের অবস্থানের উন্নতি করেছে। এই অগ্রগতির পেছনে রয়েছে দুটি চমৎকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ফল। ৯৫তম র‍্যাংকিংধারী ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র এবং ৭৫তম র‍্যাংকিংধারী জর্ডানের বিপক্ষে ২-২ গোলে দারুণ প্রত্যাবর্তন। আফেইদা খন্দকার, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার লড়াকু পারফরম্যান্সের ফলে উচ্চ র‍্যাংকিংধারীদের বিপক্ষে কাঙ্ক্ষিত ফল পেয়েছে কোচ পিটার বাটলারের দল। ২০১৯ সালে ১২৭তম স্থানে থাকলেও সময়ের সঙ্গে রেটিংয়ে নেমে গিয়েছিল বাংলাদেশ। ২০২২ সালে একসময় নেমে যায় ১৪৭ নম্বরে। যা ছিল নারী ফুটবলের ইতিহাসে তাদের সর্বনিম্ন অবস্থান। তবে অতীতের ঘুরে দাঁড়ানোর চিত্রও আছে। ২০১৩ ও ২০১৭ সালে একবার করে বাংলাদেশ উঠেছিল ১০০ নম্বরে, যা এখনও রয়ে গেছে সর্বোচ্চ র‌্যাঙ্ক হিসেবে।

বাংলাদেশ যখন উন্নতির আনন্দে উচ্ছ্বাস করছে, তখন দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো রয়েছে স্থবিরতা কিংবা পতনের ধারায়। ভারত দুই ম্যাচে উজবেকিস্তানের কাছে হেরে এক ধাপ পিছিয়ে ৭০তম স্থানে নেমেছে, নেপালও থাইল্যান্ডের বিপক্ষে হারের ফলে এক ধাপ পিছিয়ে এখন ১০০তম। শ্রীলঙ্কা সৌদি আরবের বিপক্ষে হেরে ১৫৯তম স্থানে নেমেছে। ভুটান অবশ্য হংকংয়ের বিপক্ষে দুটি ড্রয়ের পরেও ১৭১তম অবস্থানে স্থির রয়েছে। অন্যদিকে কোনো ম্যাচ না খেলা পাকিস্তান (১৫৯) ও মালদ্বীপ (১৬৩)-এর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। র‍্যাংকিংয়ের এই উত্থান বাংলাদেশকে দিচ্ছে আত্মবিশ্বাসের টনিক। সামনে রয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের বড় পরীক্ষা। ২৩ জুন থেকে মিয়ানমারে শুরু হচ্ছে এই আসর। যেখানে বাংলাদেশ খেলবে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে। থুউনা স্টেডিয়ামে আয়োজিত প্রতিটি ম্যাচে একটাই লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত