সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর ঢাকা জাতীয় স্টেডিয়ামের ঘাস সম্পূর্ণ তুলে ফেলে নতুন করে লাগানোর পরিকল্পনা ছিল বাফুফের। কারণ, এই স্টেডিয়ামে লাগানো হয়েছে বারো জাতের ঘাস, যা ফুটবলের জন্য মোটেও যুতসই নয়। তাই আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে পুরো ঘাস তুলে নতুন করে লাগানোর কথা বলেছিলেন বাফুফের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।
গতকাল রোববার টুর্নামেন্ট কমিটির সভায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সভা শেষে কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেছেন, ‘আমরা সভায় বসেছিলাম ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচে কি ভুলত্রুটি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে। আমরা আজ স্টেডিয়ামও পরিদর্শন করেছি। দুই ম্যাচে যে সমস্যাগুলো দেখেছি সেগুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।’